BRAKING NEWS

সুরাটে সুমুল ডেয়ারির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন অমিত শাহ

সুরাট, ১৩ মার্চ (হি.স.) : রবিবার সুরাটে সুরাট জেলা সমবায় দুধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডের (সুমুল ডেইরি) বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর আগে শনিবার শাহ গুজরাট প্রশাসনিক সংস্কারেরও প্রশংসা করে বলেন, রাজ্যের পুলিশ থানাগুলিকে কম্পিউটারাইজ করা এবং পুলিশ পরিষেবাগুলিতে নিয়োগে প্রযুক্তি নিয়োগ করার ক্ষেত্রে প্রথম ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গুজরাটে দুদিনের সফরে গিয়েছিলেন এবং শনিবার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (আরআরইউ) ভবনটি দেশকে উৎসর্গ করেছেন।

সম্প্রতি পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে চারটিতে বিজেপির জয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের সফর এসেছিল। দল উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে ক্ষমতা ধরে রেখেছে।
বিজেপি উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৫৫টি আসন জিতেছে, উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে ৪৭টি আসন জিতেছে। আর গোয়ায় বিজেপি ৪০টির মধ্যে ২০টি আসন জিতেছে এবং মণিপুরে ৬০টি আসনের মধ্যে ৩১টিতে জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *