Budget Session: ১৪ মার্চ থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, কোভিডের সতর্কতা থাকছেই

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ভারতে কোভিডের সংক্ৰমণ নিরন্তর হ্রাস পাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী ১৪ মার্চ (সোমবার) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সোমবার বেলা এগারোটা থেকেই রাজ্যসভা ও লোকসভায় স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে, কোভিডের সতর্কতা এখনও থাকছেই। সংসদের উভয়কক্ষে থাকবে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ।

লোকসভা ও রাজ্যসভা, সংসদের উভয়কক্ষে সাংসদের বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এছাড়াও প্রেস গ্যালারিতে সীমিত বসার আসন-সহ মিডিয়ার জন্য সীমাবদ্ধ প্রবেশাধিকার আগের মতোই থাকছে। প্রসঙ্গত, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ বেলা এগারোটা থেকে, চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।