আগরতলা, ১২ মার্চ : রাণীরবাজার বৃদ্ধিনগর এলাকায় যান দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর নাম মধুরিমা সরকার।সংবাদ সূত্রে জানা গেছে, এক বন্ধুর সঙ্গে বাইকে করে ওই ছাত্রী রানীরবাজারের দিকে যাচ্ছিল। তখনই পথ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে গুরুতরভাবে আহত হয় মধুরিমা সরকার। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সংবাদে আত্মীয়-পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
2022-03-12

