Bhagwant Mann: ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান, রবিবার অমৃতসরে রোড-শো

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): আগামী ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল-সহ অনেকেই। শপথ নেওয়ার প্রাক্কালে আগামী রবিবার, ১৩ মার্চ অমৃতসরে রোড-শো করবেন ভগবন্ত মান, উপস্থিত থাকবেন কেজরিওয়াল। শুক্রবারই কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন ভগবন্ত মান। উপস্থিত ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। উভয়ে ভগবন্ত মানকে শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন।

মঞ্চাভিনেতা। দু’বারের সাংসদ। এ বার মুখ্যমন্ত্রী! মঞ্চ পেলেই তিনি যে বাজিমাত করতে পারেন তা আবারও প্রমাণ করে ছাড়লেন। তা সে কৌতুকাভিনয়ের মঞ্চ হোক বা রাজনীতির মঞ্চ। পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর কাঁধে ভর করেই এ বারের বিধানসভা নির্বাচনের বৈতরিণী পার করেছে আম আদমি পার্টি (আপ)। বিজেপি, কংগ্রেস, অকালি-র মতো দুঁদে দলকে ধুয়েমুছে সাফ করে ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন জিতে ক্ষমতায় আপ। শিখরাজ্যে ‘ঝাড়ু’ জয়ধ্বজ তুলে ধরার আসল কারিগর সেই মঞ্চাভিনেতা ভগবন্ত মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *