লখনউ, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ ফের বিজেপির দখলে যেতে চলেছে। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৩৬৮টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ২৩৬টি আসনে, সমাজবাদী পার্টি ৯৭টি আসনে, বহুজন সমাজ পার্টি মাত্র ৫টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। সুহেলদেব ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে।
বৃহস্পতিবার বেলা এগারোটা অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে অনেকটাই এগিয়ে যোগী আদিত্যনাথের দল। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ৯৭টি আসনে এগিয়ে রয়েছে। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। উত্তর প্রদেশে আপনা দল (এস) এগিয়ে রয়েছে ৯টি আসনে।

