Encounter : পুলওয়ামা-এনকাউন্টারে দুই লস্কর জঙ্গি নিকেশ, সেনা জওয়ানের দেহ উদ্ধার

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। 


পুলওয়ামা জেলার নাইনা বাটপোরা এলাকার ঘটনা। উদ্ধার হয়েছে এক সেনা জওয়ানের দেহ। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, সমীর আহম্মদ মাল্লা নামে এক সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। তাঁর শরীরে আগ্নেয়াস্ত্রের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত চলছে। আমরা উভয় দিকই দেখছি- সন্ত্রাসী অপরাধ এবং হত্যা।


কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার নাইনা বাটপোরা এলাকায় লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি, সেই খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনীর অভিযান চলাকালীন জঙ্গিরা প্রথমে গুলি চালায়, প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাল্টা গুলি চালান। শুরু হয় এনকাউন্টার। পরে

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে,এনকাউন্টারে নিরস্ত্র হয়েছে দু’জন লস্কর জঙ্গি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য বেআইনি সামগ্রী।