পানাজি, ১০ মার্চ (হি.স.): গোয়ায় জোরদার টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শিঁকে ছিঁড়ল না তৃণমূল কংগ্রেসের। প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগোচ্ছে বিজেপি। বেলা এগারোটায় গোয়ার ৪০টি আসনের মধ্যে ৪০টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৮টি আসনে, কংগ্রেস ১১টি আসনে, আম আদমি পার্টি একটি আসনে, গোয়া ফরওয়ার্ড পার্টি একটি আসনে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র গোমন্তক পার্টি ৫টি আসনে এগিয়ে রয়েছে এবং নির্দলরা এগিয়ে রয়েছে ৩টি আসনে। বৈপ্লবিক গোয়ান্স পার্টি একটি আসনে এগিয়ে। গোয়ায় এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

