কলকাতা, ১০ মার্চ (হি. স.) : উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২২। তা গণনা শুরু হতে হতেই পেরিয়েছে গেরুয়া শিবির। এদিকে, আগের বারের থেকে ভোট শতাংশ বাড়লেও যোগীর দাপটে কার্যত কোণঠাসা মুলায়ম-পুত্র অখিলেশ। এ প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলায় ছিল কটাক্ষের সুর।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সে প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদিমনি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।” উল্লেখ্য,গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে গোড়াতেই এগিয়ে যায় বিজেপি।

