অমৃতসর, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে এবার ‘আম আদমি পার্টির সরকার’, দিল্লির বাইরে কোনও রাজ্যে এই প্রথম এত বড় সাফল্য পেল অরবিন্দ কেজরিওয়ালের দল। ঘোষণা মতোই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভগবন্ত মান। পঞ্জাবে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। প্রত্যাশা মতো ফল করতে পারেনি বিজেপি। দুপুর ২.৫০ মিনিট নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার ২০টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে আপ, ৭১টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, বিজেপি একটি আসনে জিতেছে, এগিয়ে একটি আসনে, নির্দল একটি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস দু’টি আসনে জিতেছে ১৭টি আসনে এগিয়ে ও শিরোমণি অকালি দল একটি আসনে জিতেছে এবং দু’টি আসনে এগিয়ে রয়েছে। বহুজন সমাজ পার্টি একটি আসনে এগিয়ে রয়েছে।
ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পেলেন অরবিন্দ কেজরিওয়াল। বেলা যত গড়াচ্ছে বড় জয়ের আভাস পাচ্ছে আম আদমি পার্টি। পঞ্জাবে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। সিধু ও চন্নি পিছিয়ে, অন্য দিকে, ক্যাপ্টেন অমরেন্দ্র সিং হেরে গিয়েছেন পাটিয়ালা আসনে, পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী চন্নির। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, এই বিপ্লবের জন্য পঞ্জাবের জনগণকে অভিনন্দন। পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, কোনও সরকারি দফতরে থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি, সর্বত্র শহিদ ভগৎ সিং ও বি আর আম্বেদকরের ছবি থাকবে। রাজভবনে নয় তিনি ভগৎ সিংয়ের গ্রামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
পঞ্জাবে পরাজয় মেনে নিয়েছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তিনি টুইট করে জানিয়েছেন, “আমরা আন্তরিকভাবে এবং সম্পূর্ণ বিনয়ের সঙ্গে পঞ্জাবিদের জনাদেশ গ্রহণ করছি।” আপ-কে অভিনন্দন জানিয়ে পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু টুইটে লিখেছেন, “মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর…পঞ্জাবের জনগণের জনাদেশ গ্রহণ করুন… আপ কে অভিনন্দন!!!.” শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, পঞ্জাবে মানুষ বিকল্প বেছে নিয়েছেন এবং আপ-কে ভোট দিয়েছেন।

