দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেসকে বহু পিছনে রেখে এগিয়ে চলেছে বিজেপি। ৭০ বিধানসভা আসনের উত্তরাখণ্ডে ৪৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২টিতে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে দু’টি আসনে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৪টি এগিয়ে গিয়েছে বিজেপি। ফলে দেবভূমি ফের দখলে যেতে চলেছে বিজেপির।
কংগ্রেস এগিয়ে রয়েছে ২২টি আসনে, বহুজন সমাজ পার্টি দু’টি আসনে, নির্দল এগিয়ে দু’টি আসনে। এখনও পর্যন্ত কোনও দল কোনও আসনে জয়লাভ করেনি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা।

