পানাজি, ১০ মার্চ (হি.স.): গোয়ায় জোরদার টক্কর হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে, তবে অনেকটাই পিছিয়ে পড়েছে রাহুল গান্ধীদের দল। শিঁকে ছিঁড়ল না তৃণমূল কংগ্রেসের। প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় বিজেপি। দুপুর একটা নাগাদ গোয়ার ৪০টি আসনের মধ্যে ৪০টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৯টি আসনে, কংগ্রেস ১০টি আসনে এগিয়ে জয়লাভ করেছে একটি আসনে, আম আদমি পার্টি দু’টি আসনে, গোয়া ফরওয়ার্ড পার্টি একটি আসনে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রওয়ারি গোমন্তক পার্টি ৩টি আসনে এগিয়ে রয়েছে এবং নির্দলরা এগিয়ে রয়েছে ৩টি আসনে। বৈপ্লবিক গোয়ান্স পার্টি একটি আসনে এগিয়ে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, “গোয়ায় বিজেপিই সরকার গঠন করবে। আমরা এমজিপি ও নির্দল প্রার্থীদের নিজেদের সঙ্গে নেব।”

