Charanjit Singh Channi: পাঞ্জাবে বিরাট জয়ের পথে আম আদমি পার্টি, আজকেই পদত্যাগ করবেন চান্নি

চণ্ডিগড়, ১০ মার্চ : পাঞ্জাবে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে আম আদমি পার্টি। ১১৭ আসনের বিধানসভায় আম আদমি পার্টি ৯০টি আসনে এগিয়ে রয়েছে। তাই, সম্ভবত আজকেই মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করবেন চরণজিত সিং চান্নি। সম্ভাব্য ফলাফলে কংগ্রেস মারাত্মকভাবে ধরাশায়ী হয়েছে। এখন পর্যন্ত ১৭টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৬০টি আসনে কংগ্রেস পিছিয়ে গেছে। ইতিমধ্যে পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্য কার্যালয়ে আবির খেলা শুরু হয়ে গেছে। দলীয় সমর্থকরা রঙ এবং বাজি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *