বিশালগড়, ৯ মার্চ : বিশালগড়-র নোয়াপাড়া এলাকায় দুই ব্যক্তি ছুরিকাহত হয়েছে। আহতরা হলো শফিক মিয়া এবং তার বাবা কাশেম মিয়া। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিশালগড়ের নোয়াপাড়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ঘটনার বিবরণে জানা গেছে, গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও নাসিম মিয়ার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার জেরেই তাদের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় জনগণ ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে যান এবং রক্তাক্ত অবস্থায় আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে মতভেদ চলছিল। এর জের ধরে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।