Stock Market: ধাক্কা কাটিয়ে ঘুরে দাড়াচ্ছে শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ৪০০ পয়েন্ট

মুম্বাই, ৯ মার্চ (হি. স.) : ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাড়ালো দেশের শেয়ার বাজারের সূচক। বুধবার লেনদেনের শুরু থেকে তেজিভাব ছিল শেয়ার বাজারে। এশিয়ার শেয়ার বাজারেও এদিন অনেকটা ঘুরে দাঁড়িয়ে লেনদেন হচ্ছে। গতকালও চাঙ্গা থেকেই লেনদেন শেষ করেছিল দেশের শেয়ার বাজার।

এদিন দেশের শেয়ার বাজারে ওপেনিংয়ের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ৩৬৯ পয়েন্ট বেড়ে ৫৩,৭৯৩ অঙ্কে খোলে। নিফটিও বাড়ে ৬৫ পয়েন্ট। এভাবে সামান্য হলেও চাঙ্গাভাব নিয়ে নিফটি ১৬,০৭৮ অঙ্কে লেনদেন শুরু করে। এদিনের লেনদেনে ব্যাঙ্ক নিফটি, মেটাল ও প্রাইভেট ব্যাঙ্ক ছাড়া বাকি সমস্ত সেক্টোরিয়াল সূচকেই তেজিভাব দেখা গিয়েছে। যে সেক্টরগুলিতে তেজিভাব রয়েছে, সেগুলির মধ্যে সর্বাগ্রে মিডিয়া শেয়ার। এক্ষেত্রে ২.৪ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। হেলথ কেয়ার ইনডেক্সেও ১.৪২ শতাংশ তেজিভাব দেখা গিয়েছে। আইটি শেয়ারও ১.৩৫ শতাংশ মজবুত হয়েছে। ফার্মা শেয়ার বেড়েছে ১.৩০ শতাংশ। এছাড়াও অটো, কনজিউমার ডিউরাবেলসেও তেজিভাব দেখা গিয়েছে। এদিন যে শেয়ারগুলির দর বেড়েছে সেগুলির মধ্যে রয়েছে আদানি পোর্টস। এক্ষেত্রে ২.২৪ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ইনফোসিস ২.১৪ শতাংশ, টেক মাহিন্দ্রা ২.০৯ শতাংশ ওপরে রয়েছে। সান ফার্মা ১.৯৬ শতাংশ এবং মারুতির শেয়ার ১.৮৬ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *