Punjab Elections: পঞ্জাব নির্বাচন: লুধিয়ানায় শুরু ভোট গণনার প্রস্তুতি

লুধিয়ানা, ৯ মার্চ (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বুধবার ভোট গণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আগামীকাল লুধিয়ানা জেলার ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে।
এদিন পায়েল কেন্দ্রের রিটার্নিং অফিসার দীপজট কৌর বলেন, “গণনা সুষ্টুভাবে পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। লুধিয়ানা জেলার ১৪টি বিধানসভা কেন্দ্র, যার জন্য লুধিয়ানা শহরে ১৪টি গণনা কেন্দ্র করা হয়েছে।” তিনি আরও বলেন, নিরাপত্তার দিক থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা ভোট হয়েছিল।

উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল থেকে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *