সুমি, ৯ মার্চ (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলা চালাতে সেনা পাঠিয়েছিলেন। সেই হামলার আজ ১৪তম দিন। রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে তিনদফা আলোচনার পরও সংকট সমাধানের কোনও লক্ষণ নেই। এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন-রাশিয়া উভয় দেশ বুধবার দিনভর উচ্ছেদ করিডোরে সম্মতি জানিয়েছে।
সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু হয়েছে। নিরীহ নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি ইউক্রেনের। একই সঙ্গে কিভ দাবি করছে, ইউক্রেনে এখনও পর্যন্ত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে।
আর সুমিতে এক রাতে ২২ জনের মৃত্যু হয়েছে৷ রুশ বিমান বাহিনীর হামলায় ওই ২২ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ সুমির আঞ্চলিক রাষ্ট্রীয় প্রশাসনিক প্রধান দিমিত্রো ঝাইভিটস্কির মতে, রাতারাতি সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২২ জন মারা গেছে। তাদের মধ্যে তিনজন শিশু ছিল। ইতিমধ্যে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি করেছে।