International Women’s Day : রাজ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আগরতলা, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রাজ্যে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। রেলীর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। রেলিটি মহিলা কমিশনের অফিসের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

নারী দিবস উপলক্ষে মহিলা কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, স্বাস্থ্য অধিকর্তা  রাধা দেববর্মা সহ অন্যান্যরা। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের সূচনা করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আমাদের দেশে এবং সমাজে নারীরা এখনো নানা দিক দিয়ে উপেক্ষিত। তিনি বিগত বামফ্রন্ট সরকারের আমলের তীব্র সমালোচনা করে বলেন, তারা মুখে নারীদের কল্যাণের কথা বললেও তাদের আমলে নারীদের তেমন কোনো কল্যাণ সাধিত করতে পারেনি। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে নারীদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং সেগুলি কার্যকর করা হচ্ছে। নারী কল্যাণে সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন নারীরা এগিয়ে যেতে না পারলে সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া কোনদিনই সম্ভব হবে না। এজন্য প্রয়োজন নারী শিক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে তোলা। সে কারণেই বর্তমান সরকার নারীদের অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা এবং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। নারী কল্যাণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সঠিক বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন। দেশের এবং রাজ্যের বিভিন্ন নারী সংগঠনগুলিকে নারী কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্যও তিনি এ আহ্বান জানিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শুধু নারীরাই তাদের কল্যাণে কাজ করলে চলবেনা নারী-পুরুষ সকলে মিলে নারী কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়িত করতে হবে। নারীদের পিছিয়ে থাকলে চলবে না।স্বাধীন রাষ্ট্রে নারীদের যেমন সমান ভোটাধিকার রয়েছে ঠিক তেমনি সবক্ষেত্রেই নারীদের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী।