কিয়েভ, ৭ মার্চ (হি.স.): এই নিয়ে তৃতীয়বার, ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। নিরাপদে মানুষজনকে বের করার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দু’দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধবিরতির অনুরোধ জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তার আগে দু’-দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। সোমবার ফের সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া সেনাবাহিনী।
ইউক্রেনের সময় অনুযায়ী সাতটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি, এই সময়ে মানবিক করিডর উন্মুক্ত করা হবে। যাতে নিরাপদে মানুষজনকে বের করে আনা সম্ভব হয়। এদিকে, রাশিয়ার শুরু হয়েছে যুদ্ধের বিরুদ্ধে মিছিল। রাশিয়ার সার্বিয়ার বেলগ্রেডে ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় মিছিল করেন রুশ নাগরিকরা। নিজেদের রুশ পাসপোর্ট পুড়িয়ে ফেলতেও দেখা যায় অনেককে।