বুলন্দশহর, ৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরের একটি পলিটেকনিক কলেজের হোস্টেলে বিস্ফোরণে ঝলসে গেলেন কমপক্ষে ১০ পড়ুয়া। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার রান্না করার সময় হোস্টেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। বিস্ফোরণের ফলে গুরুতর জখম হন ১০-জন পড়ুয়া-সহ মোট ১৩ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আলিগড় হায়ার মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন সকালে হোস্টেলের পড়ুয়াদের জন্য খাবার রান্না হচ্ছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণটি হয়। আশেপাশে ছিলেন ১৩ জন, সকলেই জখম হন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।