World Cup: বিশ্বকাপে ফের হার বাংলাদেশের, ২০ ওভারেই বাংলাদেশকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : মহিলা বিশ্বকাপে ফের হেরে গেল বাংলাদেশ ।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চলতি মহিলা বিশ্বকাপে জয়ের মুখ দেখল আয়োজক নিউজিল্যান্ড। ২৭ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ানো ম্যাচ ২০ ওভারেই পকেটে পোরেন সোফি ডিভাইনরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় আয়োজকরা দল ।

এদিন টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২৭ ওভারে বাংলাদেশ ৮ উইকেটের বিনিমেয় ১৪০ রান তোলে। দুই ওপেনার ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই। ফরজানা হক অনবদ্য হাফ-সেঞ্চুরি করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। তিনি ৬৩ বলে ৫২ রান করেন। শামিমা সুলতানা করেন ৩৩ রান। অ্যামি স্যাটার্থওয়েট ২৫ রানে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন হেইলি জেনসেন ও ফ্রান্সেস ম্যাকায়। বাংলাদেশের ৩ জন ব্যাটার রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়। সোফি ডিভাইন ১৪ রান করে আউট হন। সুজি বেটস ৭৯ রানে অপরাজিত থাকেন। ৪৭ রানে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। সুজি বেটস ষষ্ঠ ক্রিকেটার হিসেবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন। ম্যাচের সেরা হয়েছেন তিনিই। উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হার মানে দক্ষিণ আফ্রিকার কাছে। এবার নিউজিল্যান্ডের কাছেও মাথা নোয়াতে হয় তাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *