Train : বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিপর্যস্ত মেট্রোরেল পরিষেবা

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : রবিবার সকালে আচমকাই বন্ধ হয়ে গেল কলকাতার মেট্রো রেল পরিষেবা। দুর্ভোগে পড়লেন যাত্রীরা। পরে প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় পরিষেবা।

রবিবার ছুটির দিনে এমনিতেই মেট্রো পরিষেবা শুরু হয় কিছুটা দেরিতে। সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার তা চালু করা যায়নি। পরে মেট্রো রেলের তরফে জানানো হয় লাইনে বিদ্যুৎ না থাকাতেই বিপত্তি।


এদিন সকালের মেট্রো ধরার জন্য বিভিন্ন স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। তাঁদের জানিয়ে দেওয়া হয় মেট্রোর থার্ড লাইনে চার্জ না হওয়ায় পরিষেবা দিতে সমস্যা হয়েছে। পরে যাত্রীদের টাকাও ফেরৎ দেওয়া হয়। লাইনে চার্জ না থাকায়, দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচলে কিছু সমস্যা তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন এনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দু’দিকের যাত্রীরাই পড়েছেন সমস্যায়।