বুনিয়াদপুর(দক্ষিণ দিনাজপুর), ৬ মার্চ (হি.স.) : বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন কনে পক্ষের আরও ২০-২৫ জন। শনিবার রাতে বংশীহারী থানার নারায়ণপুরের মোল্লাপাড়া এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দিলীপ সরকার (২৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৌভাতের অনুষ্ঠানের যোগ দিতে একটি ছোট গাড়িতে চেপে বুনিয়াদপুরের কুসকারি থেকে কুশমন্ডি যাচ্ছিলেন কনে পক্ষের লোকজন। মোল্লাপাড়া এলাকায় গাড়ির সামনের চাকা ফেটে যাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার পাশে থাকা একাধিক গাছে ধাক্কা মারে। ঘটনায় দিলীপ সরকার নামে কনে পক্ষের একজনের মৃত্যু হয়েছে।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে আসে বংশীহারী থানার পুলিশও। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। জখমদের উদ্ধার করে তাঁরা রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জখমদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।