জম্মু, ৫ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু-কাশ্মীরের আর্নিয়ায় ফের উড়ল ড্রোন! শনিবার ভোরে আর্নিয়ার সাধারণ এলাকায় ড্রোন ওড়ার মতো শব্দ শুনতে পান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা, যে দিক থেকে শব্দ শোনা যাচ্ছিল সেদিকে গুলি করে ড্রোনটিকে নামানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা। পরে পুলিশের সাহায্যে ওই এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশিও চালানো হয়।
বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর ৪.১০ মিনিট নাগাদ আর্নিয়ার সাধারণ এলাকায় ড্রোন ওড়ার মতো শব্দ শোনা যায়। যেদিক থেকে শব্দ শোনা যাচ্ছিল সেদিকে জওয়ানরা গুলি চালান। এরপর পুলিশের সাহায্যে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়। বিশদ এখনও পর্যন্ত জানা যায়নি।