Pakistan: ফএটিএফ-এর ধূসর তালিকাতেই পাকিস্তান, জুন অবধি থাকতে হবে এই অবস্থানেই

প্যারিস, ৫ মার্চ (হি.স.): আর্থিক তছরুপ প্রতিরোধী আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর ধূসর তালিকাতেই রয়ে গেল পাকিস্তান।চলতি বছরের জুন মাস পর্যন্ত এই তালিকা থেকে বেরোনোর আর কোনও সম্ভাবনা নেই পাকিস্তানের। এফএটিএফ জঙ্গিদের অর্থ সাহায্য বন্ধ করার জন্য পাকিস্তান সরকারকে বেশ কিছু অতিরিক্ত শর্ত আরোপ করেছিল, কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও পাক সরকার সে বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাই ধূসর তালিকাতেই স্থান পেল পাকিস্তান।

এফএটিএফ জানিয়েছে, পাকিস্তান ২০১৮ সালের কর্ম পরিকল্পনা অনুযায়ী ২৭টি অ্যাকশন আইটেমের মধ্যে ২৬টি সম্পন্ন করেছে। পাকিস্তানকে এই অগ্রগতি অব্যাহত রাখতে উৎসাহিত করেছে এফএটিএফ। সিঙ্গাপুরের টি রাজা কুমারকে এফএটিএফ-এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে প্লেনারি।