ওয়ারাঙ্গাল, ৫ মার্চ (হি.স.): তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় ভ্যান ও অটো রিক্সার সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন, তবে তাঁরা আহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইনচেরলা গ্রামের কাছে। দাঁড়িয়ে ছিল একটি অটো রিক্সা, নিয়ন্ত্রণ হারিয়ে সেই অটো রিক্সার পিছনে ধাক্কা মারে একটি ভ্যান। ভ্যানটির গতি তখন অনেক বেশি ছিল।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দু’জনের পরে মৃত্যু হয়। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য, মৃত্যু হয়েছে অটোর চালকেরও। একটি দরগা দর্শনের পর বাড়ি ফিরছিলেন তাঁরা।