আগরতলা, ৪ মার্চ (হি. স.) : চাকুরীর দাবিতে টেট উত্তীর্ণ বেকাররা আজ মহাকরণ অভিযানে যান। তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছিলেন। কিন্ত, আগাম অনুমতি না থাকায় তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই তাঁরা মহাকরণের মূল ফটকের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাতে, ওই রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাঁদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
টেট উত্তীর্ণ বেকারদের দাবি, দীর্ঘ সময় ধরে টেট পাস করে বসে থেকেও চাকুরী মিলছে না। ত্রিপুরা সরকার শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করছে না। ফলে অনেকেই চাকুরী না পেয়ে বয়সোত্তীর্ন হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, বিএড কোর্সের জন্য অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধের জন্য এখন ব্যাংক থেকে চাপ দেওয়া হচ্ছে।
টেট উত্তীর্ণ জনৈক বেকার বলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য ইতিপূর্বে একাধিকবার চেষ্টা করেছি। আমাদের সমস্যা তাঁকে জানানো জরুরি বলেই তাঁর সাথে দেখা করতে চাইছি। কিন্ত, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি মিলছে না। তাই আজ আমরা মহাকরণ অভিযানে নেমেছি। কিন্ত, মহাকরণের মূল ফটকেই আমাদের আটকে দেওয়া হয়েছে, আক্ষেপ করে বলেন তিনি।
টেট উত্তীর্ণ বেকারদের বক্তব্য, ত্রিপুরায় ৩৬০০-র অধিক টেট পাস বেকার রয়েছেন। কিন্ত, নিয়োগের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে, চাকুরীর দাবিতে আন্দোলন ছাড়া আমাদের নয় কোন পথ খোলা নেই।
এদিকে, মহাকরণের সামনে টেট উত্তীর্ণ বেকারদের বিক্ষোভে যান চলাচল ব্যাহত। পুলিশ গিয়ে তাঁদের সরে যাওয়ার অনুরোধ করলেও তাঁরা তাতে সম্মত হননি। বাধ্য হয়ে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। ওই সময় পুলিশের সাথে টেট উত্তীর্ণ বেকারদের ধ্বস্তাধ্বস্তি হয়েছে। অনেককেই পুলিশ টেনে নিয়ে গাড়িতে তুলেছে।
পুলিশ জানিয়েছে, মহাকরণে ঢুকার তাঁদের কাছে অনুমতি ছিল না। শুধু তাই নয়, তাঁরা বেআইনিভাবে রাস্তা আটকে আন্দোলনে সামিল হয়েছিলেন। তাই, তাঁদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। দুইটি গাড়িতে টেট উত্তীর্ণ বেকারদের পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

