মুম্বই, ৪ মার্চ (হি.স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ওবিসি সংরক্ষণ ইস্যু নিয়ে আলোচনা করতে শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। আগে মহারাষ্ট্র বিধানসভায় বিষয়টি বিজেপির পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল। সুপ্রিম কোর্ট স্থানীয় সংস্থা নির্বাচনে ওবিসিদের জন্য কোটা সংক্রান্ত মহারাষ্ট্র প্যানেলের অন্তর্বর্তী রিপোর্ট গ্রহণ করতে অস্বীকার করার প্রায় তিন মাস পরে বৈঠক হবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দেবেন্দ্র ফরনবিশ বলেন, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। রাজ্য বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়েও আলোচনা করতে হবে।
এদিকে বিধানসভা চত্বরে স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়করা। রাজ্য বিধানসভায় ফরনবিশ বলেন, মহারাষ্ট্রে ওবিসি সংরক্ষণ ছাড়া স্থানীয় সংস্থাগুলির কোনও নির্বাচন হওয়া উচিত নয়। ফরনবিশের জবাবে, মন্ত্রী ছগান ভুজবল বলেন, সরকারও একই মত পোষণ করে, স্থানীয় সংস্থা নির্বাচনে ওবিসি সংরক্ষণ ছাড়া কোনো নির্বাচন হওয়া উচিত নয়। আমাদের এটিকে রাজনীতি করার পরিবর্তে ইস্যুতে একত্রিত হতে হবে। ভুজবল আরও অভিযোগ করেন, ফরনবিশ সরকার রাজ্যে ক্ষমতায় থাকাকালীন পাঁচ বছর কিছুই করেনি। তিনি বলেন, তাঁর সরকার বা কেন্দ্রের মোদী সরকার ওবিসি জনসংখ্যার কোনো তথ্য দেয়নি।

