Fraud : বিশালগড়ে পেট্রোল পাম্পে কারচুপির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,  ৪ মার্চ৷৷  বেশ  কয়েক মাস ধরেই বিশালগড়স্থিত এল এম সাহার পেট্রোল পাম্প গ্রাহকদের অভিযোগ করে আসছিলো পাম্পের তেলের সঙ্গে কেরোসিন এবং কখনো জল মিশ্রিত থাকে৷ এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যারাতে আচমকা পেট্রোল পাম্প তদন্তকারী একটি দল গ্রাহকদের উপস্থিতিতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের সামনে পেট্রোল পাম্প থেকে তেল পরীক্ষা করে দেখিয়ে দেখান৷

পাম্পে আসা তদন্তকারী দলের আধিকারিক  জানান অভিযোগের ভিত্তিতে তারা এসে পরীক্ষা করেছেন৷ কোনরকম ত্রুটি তাদের কাছে ধরা পড়েনি এবং তিনি আরও জানান যে কোন গ্রাহক যেকোনো সময় এসে পরীক্ষা করার জন্য বলতে পারেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে৷পেট্রোল পাম্প কর্তৃপক্ষ  গ্রাহকদের পরীক্ষা করে দেখাতে বাধ্য৷