শীতের ছুটি শেষ, স্কুল খুলে গেল শ্রীনগর-সহ কাশ্মীরের সর্বত্রই

শ্রীনগর, ২ মার্চ (হি.স.): শীতের ছুটি শেষ হতেই স্কুল খুলে গিয়েছে শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার সর্বত্রই। বুধবার থেকেই কাশ্মীরে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল উন্মুক্ত হয়েছে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ক্লাসও শুরু হয়েছে এদিন থেকে। শীতের ছুটির জন্য দু’মাসের বেশি সময় কাশ্মীরে বন্ধ ছিল স্কুল। উপত্যকায় এদিন সকাল থেকেই দেখা গিয়েছে ব্যস্ততা, স্কুলে যাওয়ার জন্য বিভিন্ন বাসস্টপে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ছাত্র-ছাত্রীদের।

রঙিন স্কুল ইউনিফর্ম পরে, ছাত্রদের তাঁদের সমবয়সীদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ পরিলক্ষিত হয়েছে দিন। সরকারি স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অফলাইনে ক্লাস শুরু হয়েছে এবং বেসরকারী স্কুলগুলিতে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাসগুলি পুনরায় চালু করা হয়েছে। প্রাইভেট স্কুলে কিন্ডারগার্টেন এবং প্রাথমিক ক্লাসের রুটিন স্কুলিং এক সপ্তাহ পরে শুরু হবে।