Dilip Ghosh: ভোট লুট হয়েছে, পুরভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

কলকাতা, ২ মার্চ (হি.স.) তৃণমূল কংগ্রেসের দাপটে আবারও বিপর্যস্ত বিরোধীরা। পুরভোটে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। বিজেপির এই ভরাডুবির পর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ভোট লুট হয়েছে। গত রবিবার পুরভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল। কোথাও কোথাও ভোটাররা অভিযোগ করেছিলেন, তাঁরা নিজেদের ভোট দিতে পারেননি।

এমতাবস্থায় বুধবার পুরভোটের ফল ঘোষণা হতেই সর্বত্র তৃণমূল কংগ্রেসের দাপট। খাতায় খুলতে পারেনি বিজেপি। পুরভোটের ফলাফল প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ”প্রত্যাশা আছেই। তবে যা হওয়ার ছিল তা হবে না। ভোট লুট হয়েছে, নির্বাচন বাতিলের দাবি উঠেছে। এই ধরনের ভয়ের পরিবেশের মধ্যে যা ফল হওয়া উচিত ছিল। তা হবে না। আগামী ৫ তারিখ রাজ্য কমিটির নির্বাচন নিয়ে আলোচনা হবে। ভোট নিয়েও সেখানেও আলোচনা হবে। রাজ্য নির্বাচন কমিশন সব সময় রাজ্য সরকারের কথাতেই চলে।”