নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া সকলকে উদ্ধারে দিন-রাত কাজ করে চলেছে ভারত সরকার। আশ্বস্ত করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ‘অপারেশন গঙ্গা’-র অধীনে বুধবার ইউক্রেন থেকে ভারতে ফিরেছেন ২৫১ জন ভারতীয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে আগত সকলকে আশ্বস্ত করে শেখাওয়াত বলেছেন, “আপনারা সবাই খারাপ স্মৃতি নিয়ে ভারতে এসেছেন। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতে পারেননি… সরকার আপনাদের জন্য দিনরাত কাজ করছে…আগামী ২-৩ দিনের মধ্যে ইউক্রেন থেকে আরও অনেককে নিয়ে আসা হবে।”
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও জানিয়েছেন, ইউক্রেন থেকে আসা ২৫১ জনকে আমি দিল্লি বিমানবন্দরে স্বাগত জানিয়েছি। বাড়ি ফেরার সময় তাঁদের চোখে দুঃখ ও সুখের মিশ্র আবেগ ছিল। প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে একের পর এক বিমান।

