চন্দৌলি, ২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে বিজেপি আমূল পরিবর্তন এনেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বুধবার উত্তর প্রদেশের চন্দৌলির জনসভায় তিনি বলেছেন, “উত্তর প্রদেশে আগে বেআইনি অস্ত্র তৈরি করা হত, যা এখানকার মানুষকে ভয় দেখানো ও হত্যা করার জন্য ব্যবহার করা হত। এখন এখানে শেল ও ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, যা ভারতকে রক্ষা করতে ব্যবহৃত হয়। এই পরিবর্তন এসেছে বিজেপি সরকারে।”
অমিত শাহ আরও বলেছেন, “বিজেপি সরকার পূর্বাঞ্চলে মদন মোহন মালব্য ক্যান্সার হাসপাতাল, হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল, গোরক্ষপুরে এইমস, সুপার স্পেশালিটি ব্লক তৈরি করেছে। বিজেপি সরকার এখানে ২৩টি সরকারি কলেজ, ৫৬টি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৫২টি নার্সিং কলেজ খোলার কাজ করেছে।”