Narendra Modi: প্রযুক্তিই ক্ষমতায়নের মাধ্যম, দেশকে স্বাবলম্বী করার মূল ভীত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বাজেটোত্তর ‘প্রযুক্তি সক্ষম উন্নয়ন’ শীর্ষক একটি ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের ক্ষেত্রে প্রযুক্তিই দেশের সাধারণ মানুষকে ক্ষমতায়নের একটি মাধ্যম। প্রযুক্তিই দেশকে স্বাবলম্বী করার মূল ভীত।” এদিনের ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, “এবারের বাজেটে সূর্যোদয় সেক্টরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জিও-স্পেশাল সিস্টেম, ড্রোন থেকে সেমিকন্ডাক্টর, এবং স্পেস টেকনোলজি এবং ক্লিন টেকনোলজি থেকে ৫জি, এই সমস্ত সেক্টরই বর্তমানে দেশের অগ্রাধিকার।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে আমরা দ্রুত গতিতে বাড়ি তৈরি করছি, রেল, সড়ক, জলপথও এবং অপটিক্যাল ফাইবারেও অভূতপূর্ব বিনিয়োগ করা হচ্ছে। আরও গতি আনতে আমরা প্রধানমন্ত্রী গতিশক্তির ভিশন নিয়ে এগিয়ে চলেছি। এক্ষেত্রে প্রযুক্তি কীভাবে সহায়ক হবে, সে বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে।” ওয়েবিনারে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বর্তমানে ভারতের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকো-সিস্টেম রয়েছে৷ আমি আমাদের স্টার্টআপগুলিকে আশ্বস্ত করছি সরকার সমস্ত শক্তি দিয়ে তাঁদের পাশে দাঁড়াবে। তরুণদের দক্ষতা, পুনঃদক্ষতা ও আপ-স্কিলিংয়ের জন্যও বাজেটে একটি বিধান রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *