ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য ৬টি বিশেষ উড়ান, ফিরছেন ১,৩৭৭ জন

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : চরম উৎকণ্ঠায় ইউক্রেনে আটকে পড়া ১,৩৭৭ জন ভারতীয় নাগরিককে ঘরে ফেরানো হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর বুধবার জানিয়েছেন, ‘অপারেশন গঙ্গা’ -র আওতায় গত ২৪ ঘণ্টায় মোট ৬টি ফ্লাইটে ১,৩৭৭ জনকে দেশে ফেরানো হচ্ছে। সকলেই ইউক্রেনে আটকে পড়েছিলেন। জয়শংকরের টুইটবার্তা অনুযায়ী, ৬টি ফ্লাইটে ১৩৭৭ জন ভারতীয় দেশের উদ্দেশে ইতিমধ্যে রওনা দিয়েছেন। প্রথম ফ্লাইটটি আসছে পোল্যান্ড থেকে।

অপারেশন গঙ্গা-র কথা মাথায় রেখেই ইউক্রেন সীমান্ত লাগোয়া প্রতিবেশী চারটি দেশের জন্য বিশেষ দূত নিয়োগ করে কেন্দ্র। উদ্ধারকাজে তদারকির দায়িত্ব দেওয়া হয় ওই দূতদের। কেন্দ্রের তরফে এই চার দূত হলেন পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, আইনমন্ত্রী কিরেণ রিজিজু, অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। ইউক্রেন থেকে হাঙ্গেরি সীমান্তে চলে আসা ভারতীয়দের ফেরানোর বিষয়টি তদারকি করছেন হরদীপ সিং। স্লোভাকিয়া থেকে ভারতীয়দের ফেরানোর দায়িত্ব কিরেণের উপর। রোমানিয়া থেকে ফেরানোর দায়িত্বে জ্যোতিরাদিত্য। পোল্যান্ড দেখছেন জেনারেল ভিকে সিং।
‘অপারেশন গঙ্গা’র আওতায় এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে ইউক্রেনে আটকে-পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে। ভারতীয় বায়ুসেনাকেও এই উদ্ধার অভিযানে শামিল হওয়ার আর্জি জানান নরেন্দ্র মোদী।