ইন্ডিগো বিমানে ইউক্রেন থেকে ২১৯ শিক্ষার্থী ফিরল, স্বাগত প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর-র

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনে পড়তে যাওয়া ২১৯ শিক্ষার্থীকে নিয়ে ইন্ডিগো বিমান দিল্লিতে অবতরণ করেছে।

কেম্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “এটি সবচেয়ে জটিল অপারেশনগুলির মধ্যে একটি, কারণ যুদ্ধের পটভূমিতে সকল শিক্ষার্থীকে বাঁচিয়ে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য। বেসরকারি এয়ারলাইন্স এবং ভারতীয় বিমান বাহিনী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছে এবং এই ছাত্রদের স্বাগত জানানো খুবই সন্তোষজনক বিষয়। প্রতিটি ছাত্রকে ফিরিয়ে না আনা পর্যন্ত এই মিশন চলবে।”
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে বুধবার আরও তিনটি ভারতীয় বিমানবাহিনীর বিমান পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়ায় উড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *