Vladimir Putin: ইউক্রেনে আক্রমণের জেরে পুতিনের থেকে কেড়ে নেওয়া হল তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট

মস্কো, ১ মার্চ (হি. স.) : ইউক্রেনে আক্রমণের কারণে ঘরে বাইরে রাশিয়ার ওপর ক্রমেই চাপ বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন দেশগুলি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছে। এবার ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকে সম্মানসূচক তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়েছে। ২০১৩ সালে রুশ প্রেসিডেন্টকে এই সম্মান দেওয়া হয়েছিল।

তায়কোয়ান্দো খেলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইউক্রেনে নিরীহদের ওপর ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ করছে তারা। তায়কোয়ান্দো ফেডারেশন জানিয়েছে তাদের আশা দ্রুত সমস্যার সমাধান হবে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ফেডারেশ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও বেলারুশে তায়কোয়ান্দোর কোনও ইভেন্ট আয়োজনকে স্বীকৃতি দেবে না। এর সঙ্গে বিশ্ব তায়কোয়ান্দো অনুষ্ঠানে রাশিয়ান ও বেলারুশিয়ান পতাকা বা জাতীয় সঙ্গীত শোনানো বা দেখানো হবে না। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব তায়কোয়ান্দো ইউক্রেনে নিরীহ প্রাণের ওপর বর্বর আক্রমণের কড়া নিন্দা করছে। ফেডারেশনের ‘শান্তি জয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ’ এই আদর্শে বিশ্বাসী। এই সংস্থা সহিষ্ণুতা ও সম্মানের পক্ষে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *