Dilip Ghosh: সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন চলছে : দিলীপ ঘোষ

কলকাতা, ১ মার্চ (হি.স.): রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ অভিযোগ করেছেন, সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন চলছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ”আমার মনে হয় রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মানরক্ষার জন্য এই দুটো বুথে (শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার ২টি বুথে) নির্বাচন হচ্ছে। কিন্তু সরকারের ইচ্ছে ছিল না।”

তাঁর অভিযোগ, “সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন। সরকার চাইছে বিরোধী শূন্য রাজনীতি। সমস্ত দলকে সরিয়ে শুধুই তৃণমূল থাকবে। পঞ্চায়েতেও ওরা এটাই করতে চেয়েছিল। এবার পরিস্থিতি বেগতিক দেখে নির্বাচন কমিশন ও পুলিশ নিয়ে সন্ত্রাসের চেষ্টা করেছে।” উল্লেখ্য, গত রবিবার রাজ্যে পুরভোটে অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গে। প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *