Ukraine Russia : রাশিয়ার সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেন, দেশ ছেড়েছেন ৩.৬৮-লক্ষাধিক

কিয়েভ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে বিধ্বস্ত সাজানো এই শহর। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে ইউক্রেন ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজারের বেশি মানুষ। রবিবার এমনটাই জানা গিয়েছে ইউক্রেনের শরণার্থী সংস্থার পক্ষ থেকে।

এদিকে, রাশিয়ার সমস্ত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে বেলজিয়াম। এই মুহূর্তে আতঙ্কের অন্য নাম-ইউক্রেন। অন্যান্য দেশের নাগরিকরা এই মুহূর্তে ইউক্রেন ছাড়ছেন। প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযান রবিবার চতুর্থ দিনে পড়েছে। রাশিয়াকে হেগের আন্তর্জাতিক আদালতে তুলেছে ইউক্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *