দেওরিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তর প্রদেশের দেওরিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন। এই নির্বাচন জাতীয়তাবাদী ও পরিবারবাদীদের মধ্যে। জনসভায় উপস্থিত মানুষজনকে অতীতের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে মেডিকেল জরুরি অবস্থার সময় কীভাবে আপনাদের গোরক্ষপুর যেতে হত, কারণ তৎকালীন সরকার এখানে মানুষের চিকিৎসার প্রয়োজনে কোনও মনোযোগ দেয়নি। মস্তিষ্কের জ্বরের কারণে বহু শিশুর মৃত্যু হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেছেন, কিছু দিন আগে উত্তর প্রদেশে ৯টি মেডিকেল কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমি, তার মধ্যে রয়েছে দেওরিয়ার মহর্ষি দেবরহ বাবা অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজ আগেও হতে পারত। কিন্তু, এই পরিবারবাদীরা আপনাদের কখনও প্রাধান্য দেয়নি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, উত্তর প্রদেশে ১৮টি নতুন মেডিকেল কলেজ তৈরি করেছি আমরা এবং ২০টির নির্মাণ কাজ চলছে। আমরা গোরক্ষপুরে এইমস তৈরি করেছি। দরিদ্র শিশুরা যাতে নিজেদের ভাষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারে সেই চেষ্টাও আমরা করছি।