লখনউ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে শুরু হয়েছে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি।পঞ্চম দফায় মোট ৬১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে রবিবার, এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্যও। মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে রবিবার।
এই দফায় উত্তর প্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে ভোটগ্রহণ চলছে, এই জেলাগুলি হল-আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, প্রয়াগরাজ, অযোধ্যা ও গোন্ডা। রবিবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তিনি সিরাথু আসন থেকে লড়ছেন। এদিন সকালে কৌশাম্বীর বাসভবনে পুজো দেন মৌর্য, পরে বিভিন্ন পোলিং বুথ ঘুরে দেখেন তিনি। এছাড়াও এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে কংগ্রেসের আরাধনা মিশ্রর, নির্দল বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং, উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, যিনি এলাহাবাদ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরাধনা মিশ্র সকাল সকাল নিজের ভোট দিয়েছেন, তিনি বলেছেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোট। দেশ ও নিজের ভবিষ্যতের জন্য ভোট দিন।”
উল্লেখ্য, রবিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উত্তর প্রদেশে আর দু’টি দফার ভোটগ্রহণ বাকি রয়েছে। ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ ও ৭ মার্চ হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।