নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী রাকেশ চন্দ্র ভট্টাচার্য স্মৃতি ৭ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়ের হাত ধরে শনিবার, তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে৷
খবরে প্রকাশ, নিউ স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ৭ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার৷ এই ম্যাচটি অনুষ্ঠিত হয় সুনির্ণয় প্যাথলজি এবং ঝঞ্ঝঙ্খ ২ এই দুই দলের মধ্যে৷ এদিকের ম্যাচের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তাছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগন সহ স্থানীয় সমাজসেবীরা৷ এদিনের এই টুর্নামেন্টে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন আমাদের সকলকে খেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে উদ্যোগী হতে হবে,এদিনের এই খেলায় জয়ী হয় সুনির্ণয় প্যাথলজি দলের খেলোয়ার -রা৷ পরবর্তীতে বিধানসভার মুখ্য সচেতক -এর হাত ধরে জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৫,০০০ টাকার চেক৷এদিনের এই খেলাকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷