নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ ফেব্রুয়ারী৷৷ উদয়পুরের খিলপাড়া এলাকায় এক বাই সাইকেল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে আটক চোরের নাম সোহেল মিয়া৷ স্থানীয় জনগণ বাইসাইকেল সহ চোরকে আটক করে উত্তম-মধ্যম দেন৷ তাতে সে অল্প বিস্তর আহত হয়েছে৷ তাকে বাইসাইকেল সহ আটক রেখে রাধা কিশোর পুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আটক চুলকে বাইসাইকেল সহ থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ উল্লেখ্য উদয়পুরের খিলপাড়া সহ বিভিন্ন জায়গায় গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ নিরাপত্তা নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷