শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কাশ্মীর উপত্যকায়। বৃষ্টি ও হালকা তুষারপাতের পর শনিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল কাশ্মীর উপত্যকা। আগামী ২ মার্চ অবধি এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুধুমাত্র কাশ্মীর উপত্যকা নয়, ২ মার্চ অবধি মেঘলা থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়া তেমন কোনও পরিবর্তন হবে না।
ধীরে ধীরে তাপমাত্র বাড়ছে কাশ্মীর ও লাদাখে। রাতে ও ভোরের দিকে কনকনে ঠাণ্ডা থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা চড়ছে। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৭.৫ ডিগ্রি, দক্ষিণ কাশ্মীরের পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি, জম্মুতে ৮.৮ ডিগ্রি। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, দ্রাসে মাইনাস ৭.৯ ডিগ্রি।