মস্কো ও কিয়েভ, ২৫ (হি.স.): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। উভয়ের মধ্যে যুদ্ধ পরিস্থিতি-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে ‘আলোচনার’ আহ্বান জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এদিকে, রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে আমরা রাজি, যদি ইউক্রেন সেনাবাহিনী লড়াই থামায়। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণার পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। যুদ্ধে ইতিমধ্যেই রক্তাক্ত হয়েছে ইউক্রেন।