Coach stuck in Ukraine : ইউক্রেনে আটকে কোচ! চিন্তায় প্যারালিম্পিয়ান শরদ কুমার

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া ও ইউক্রেনের মুখোমুখি সংঘর্ষে চিন্তায় রয়েছেন টোকিওতে প্যারা অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতা ভারতীয় অ্যাথলিট শরদ কুমার। কারণ তাঁর কোচ নিকিতিন ইয়েভেন ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁর বাড়ির বাইরেও বোমার হামলা হচ্ছে। যার কারণে র পরিবার আতঙ্কে রয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাজধানী কিয়েভ থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানেই থাকেন ভারতীয় অ্যাথলিট প্যারালিম্পিয়ান শরদ কুমারের কোচ নিকিতিন ইয়েভেন । তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে টুইটে তিনি লিখেছেন- ‘আমি আমার কোচ নিকিতিন ইয়েভেনের সঙ্গে কথা বলেছি। তিনি ইউক্রেনের খারকিভ শহরে থাকেন। তিনি আতঙ্কিত। তিনি তার ঘর থেকে বাড়ির বাইরে বোমা হামলার শব্দ শুনতে পাচ্ছেন। তিনি তাঁর আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যাওয়ার পরিকল্পনা করছেন।’

শরদ কুমার গত বছর টোকিওতে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর ঠিক আগে, তিনি চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের খারকিভের বাসিন্দা নিকিতিন ইয়েভেনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। শারদের কোচও ভারতে থেকেছেন। তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *