চেন্নাই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণার উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করল সিবিআই।। বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এনএসই মামলার তদন্তে নেমে সিবিআই আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এর আগে এনএসই স্ক্যাম মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
উল্লেখ্য, আধিকারিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর বিরুদ্ধে। তদন্তের সূত্রে তারা কিছুদিন আগে চিত্রা রামকৃষ্ণার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র তারা বাজেয়াপ্ত করে। সেই তল্লাশি এবং তদন্তের সুবাদে তারা এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল।
অভিযোগ, হিমালয়ের এক যোগীর কথা মেনে কর্মী নিয়োগ করতেন এবং কর্মীদের পদোন্নতির যাবতীয় সিদ্ধান্ত নিতেন সংস্থার প্রাক্তন এমডি ও সিইও চিত্রা রামকৃষ্ণ। ওই সাধুর পরামর্শেই বিপুল বেতন দিয়ে আনন্দকে এনএসই’র গ্রুপ অপারেটিং অফিসার পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে আনন্দ সুব্রহ্মণ্যমকে জিজ্ঞাসাবাদ করে। জানতে চাওয়া হয়, কী করে তিনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার হলেন। প্রসঙ্গত, ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে যোগ দেওয়ার আগে বালমের লরি এবং আইসিআইসিআই গ্রুপের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ। সেই সময় বার্ষিক ১৪ লাখের থেকে সামান্য বেশি বেতন পেতেন তিনি।