কিভ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স গুড়িয়ে দিয়েছে রুশ সেনাবাহিনী। প্রত্যাঘাতে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি রুশ হেলিকপ্টার গুলি করে মাটিতে নামাল ইউক্রেন। শুরু হয়ে গিয়েছে যুদ্ধ পরিস্থিতি, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল (ভারতীয় সময়) থেকে কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর এসেছে। রাশিয়া সীমান্ত সংলগ্ন ইউক্রেনের অন্যতম শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই তেলের দামে পতন হয়েছে অনেকটাই। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স গুড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়াকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ইউক্রেনও। প্রত্যাঘাতে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি রুশ হেলিকপ্টার গুলি করে মাটিতে নামাল ইউক্রেন।