সাব্রুম, ২৪ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার পূর্ব জলেফা গাও সভার ৪ নং ওয়ার্ডের পাল পাড়ায় এক গৃহবধূকে তার স্বামী খুন করেছেন। নিহত গৃহবধূর নাম তৃষা দাস। অভিযুক্ত স্বামীর নাম রুপম দাস। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। এ ব্যাপারে সাব্রুম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক টিমের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। স্থানীয় একটি রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত স্বামী পেশায় রংমিস্ত্রি বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে অভিযুক্ত রূপঙ্কর দাসের মা জানান, তাঁর পুত্রের সঙ্গে অপর এক মহিলার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। আশঙ্কা করা হচ্ছে সেই কারণেই রূপঙ্কর তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।