আবারও দুর্যোগের শঙ্কা, জম্মু-কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের ভ্রূকুটি

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ফের দুর্যোগের আশঙ্কা জম্মু-কাশ্মীরে, জম্মু-কাশ্মীরে আবারও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভারী তুষারপাতে বুধবার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বুধবার রাত থেকেই বৃষ্টি ও তুষারপাত কমে যায়।

সেই দুর্যোগ শেষ না হতে হতেই, জম্মু-কাশ্মীরে আবারও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল স্থানীয় আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার জম্মু-কাশ্মীর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতার অভাব দেখা গেলেও, বেলা বাড়তেই আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *