কদমতলা, ২৪ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার বাগন গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে প্রয়াত শৈলেন্দ্রনাথের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই বাড়ির মেয়ের বৃহস্পতিবার মঙ্গলাচরণ হওয়ার কথা ছিল। মঙ্গলাচরণের জন্য সোনা গয়না এবং বিয়ের জন্য ৬০ হাজার টাকা বাড়িতে রাখা ছিল। ঘর থেকে সোনা গয়না নগদ টাকা পয়সা এবং কাপড় চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে কদমতলা থানায় একটি সুনির্দিষ্ট দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোর আটক করার কোনো খবর নেই। মঙ্গলাচরণের প্রাকমুহুর্তে এই ধরনের চুরির ঘটনায় স্থানীয় মানুষ রীতিমত হতভম্ব হয়ে পড়েছেন। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। কি করে বিয়ের কাজ সম্পন্ন হবে তা নিয়েও তারা দুশ্চিন্তায় পড়েছেন। এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে।